কিশোরের কবজি বিচ্ছিন্ন ইউটিউব দেখে আতশবাজি বানাতে গিয়ে

কিশোরের কবজি বিচ্ছিন্ন ইউটিউব দেখে আতশবাজি বানাতে গিয়ে
MostPlay

মঙ্গলবার (১৭ মে) রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের চর সালাল গ্রামের ইউটিউব দেখে আতশবাজি জাতীয় বিস্ফোরক বানাতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে কিশোরের হাতের কবজি। ওই কিশোরের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। তাকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য এলে পরে পুলিশ ও সাংবাদিকদের ভয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে পরিবার।

আহত কিশোরের নাম সাগর মিয়া (১৫)। সে কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের চর সালাল গ্রামের আনছার আলীর ছেলে। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া মুনিয়া বলেন, ‘আতশবাজির বারুদ খুলে পাইপে ভরে হাতুড়ি দিয়ে আঘাত করে। মুহূর্তেই বিকট শব্দে পাইপ ফেটে বারুদ বিস্ফোরিত হয়ে তার বাম হাতের তালু ও কবজি থেকে মাংস ছিন্নভিন্ন হয়ে যায়।

পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।’ এ বিষয়ে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, ‘বিষয়টি কেউ জানায়নি। তবে খোঁজখবর নিচ্ছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password