দেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব
বাংলাদেশে ‘ইইউবি ইন্ট্রা প্রোগ্রামিং কনটেস্ট-২০২৩’
আয়োজিত
হয়েছে। প্রোগ্রামিং কনটেস্টটির আয়োজন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
বিভাগ।
সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত এই প্রোগ্রামিং কনটেস্ট
চলে। এতে ৩০টিরও বেশি গ্রুপে বিভক্ত হয়ে ডিপার্টমেন্ট অব সিএসই’র প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ প্রতিযোগিতায়
করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির ভাইস চেয়ারম্যান
অধ্যাপক ড. মকবুল আহমেদ খান বলেন, বর্তমান বিশ্ব ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলোশনের
ওপর ভর করে এগিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে
ট্যালেন্ট আছে, চাইলেই তোমাদের ট্যালেন্টকে কাজে লাগিয়ে দেশের নাম বিশ্বের বুকে উজ্জ্বল
করতে পারবে। এই ধরনের প্রোগ্রামে তোমরা বেশি বেশি অংশগ্রহণের মাধ্যমে নিজের মেধাকে
যাচাই করবে।
সিএসই ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বলেন, আমার ডিপার্টমেন্টে
সব শিক্ষার্থীরাই কোয়ালিটি সম্পন্ন, তারা চাইলেই ভালো এবং নতুন কিছু উদ্ভাবন করে দেখাতে
পারে। আমার বিশ্বাস এই প্রোগ্রামিং কনটেস্টের মাধ্যমে তারা আরো এগিয়ে যাবে। শিক্ষার্থীদের
জন্য পরবর্তি দিনগুলোতে আরো নতুন নতুন পদক্ষেপ নিবেন বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,
ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্টার মো. ইউনুসুর রহমান, ম্যাথমেটিক্স
ডিপার্টমেন্টের চেয়ারম্যান আনিতা বিশ্বাসসহ সিএসই ডিপার্টমেন্টের সকল শিক্ষক-শিক্ষিকা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন