শিবপুরের বাঘাব ইউনিয়নে তথ্য আপা'র বিশেষ উঠান বৈঠক

শিবপুরের বাঘাব ইউনিয়নে তথ্য আপা'র বিশেষ উঠান বৈঠক
MostPlay

নরসিংদীর শিবপুরে ম‌হিলা ও শিশু বিষয়ক মন্ত্রণাল‌য়ের জা‌তীয় মহিলা সংস্থার উদ্যো‌গে  প্রক‌ল্পের ডি‌জিটাল বাংলা‌দেশ গড়ার ল‌ক্ষ্যে তথ্য যোগা‌যোগ প্রযু‌ক্তির মাধ্য‌মে ম‌হিলা‌দের ক্ষমতায়ন প্রকল্পর (২য় পর্যা‌য়ে) তথ্য আপা'র বি‌শেষ উঠান বৈঠক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার (৯ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার কুন্দারপাড়ায় এ আয়োজন করা হয়।

এসময় শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিউন নাহার বেগম, এনডিপি, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব), জাতীয় মহিলা সংস্থা ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার। আরো উপস্থিত ছিলেন, বাঘাব ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুপচান মিয়া।

উঠান বৈঠ‌কে বক্তারা নারী‌দের তথ্য সম্প‌র্কে জানান, তথ্য আপাঃ ডি‌জিটাল বাংলা‌দেশ গড়ার ল‌ক্ষ্যে তথ্য যোগা‌যোগ প্রযু‌ক্তির মাধ্যমে‌ মহিলা‌দের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) তথ্য কে‌ন্দ্রের কিছু সেবা র‌য়ে‌ছে। যেমন- বিনামূ‌ল্যে চাক‌রির খবর, চাক‌রির আবেদন পূরণ, বি‌ভিন্ন পরীক্ষার ফলাফল প্রদান। ম‌হিলা‌দের দিক নি‌র্দেশনা প্রদান।

ম‌হিলা‌দের উদ্যোগী ‌হি‌সে‌বে গ‌ড়ে তোলা। উঠান বৈঠক ও মুক্ত আলোচনা। গ্রামীণ ম‌হিলা‌দের জীবন ও জী‌বিকা সম্প‌র্কিত বি‌ভিন্ন বিষয় যেমন- স্বাস্থ্যগত সমস্যা, বাল্য বিবাহ, ফা‌তোয়া, নারীর বিরু‌দ্ধে স‌হিংসতা, চাকরী সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা এবং ডি‌জিটাল সেবা সমূ‌হের নানা দিক সম্প‌র্কে অব‌হিত করা। ইন্টার‌নে‌টের মাধ্য‌মে যোগা‌যোগ। প্রাথ‌মিক স্বাস্থ্যসেবা। উপ‌জেলার সরকারী সেবা সমূ‌হের সহজলভ্যতা নি‌শ্চিত করা। ইন্টা‌রনেট ব্রাউ‌জিং। ই-কমার্স সহায়তা প্রদান।

মন্তব্যসমূহ (০)


Lost Password