পাবনায় কথা বলছিলেন মোবাইলে, মুহূর্তেই বাবা-মেয়ের প্রাণ নিল ট্রাক

পাবনায় কথা বলছিলেন মোবাইলে, মুহূর্তেই বাবা-মেয়ের প্রাণ নিল ট্রাক

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারিবাড়িয়া বাজার এলাকায় বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন।শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চরআশুতোষপুর গ্রামের সেলিম মোল্লার ছেলে আলমগীর হোসেন ও তার ছয় বছর বয়সী মেয়ে সিনহা।

এ সময় আহত হয়েছেন আলমগীর হোসেনের স্ত্রী নাসরিন খাতুন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ট্রাকে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী।

সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, পাবনা থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে সুজানগরের দিকে যাচ্ছিলেন আলমগীর। পথে তারাবাড়িয়া বাজার এলাকার কাছে সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলছিলেন তিনি। এ সময় বালুবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর ও মেয়ে সিনহা নিহত হন। গুরুতর অবস্থায় নাসরিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। সেখান থেকে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। পরে ট্রাকটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী।

মন্তব্যসমূহ (০)


Lost Password