সয়াবিন তেলের দাম লিটার প্রতি বাড়লো ৯ টাকা

সয়াবিন তেলের দাম লিটার প্রতি বাড়লো ৯ টাকা
MostPlay

একলাফে লিটার প্রতি সয়াবিন তেলের দাম বাড়ছে ৯ টাকা। তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলছে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দামে অস্থিরতায় দেশেও তেলের দাম বাড়ানো হয়েছে।

আগামী শনিবার থেকে বর্ধিাত দাম কার্যকর হবে। সংগঠনটি বৃহস্পতিবার (২৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তাতে বলা হয়, এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৫৩ টাকায় বিক্রি হবে, যা এত দিন ১৪৪ টাকা ছিল। এ ছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭২৮ টাকায়।

এ ছাড়া খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১২৯ টাকা ও পাম সুপার তেল ১১২ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা। এ দফায় পাম তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমানো হয়েছে।

লিটার প্রতি দাম বাড়লো ৯ টাকা

এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৫৩ টাকায়  

পাঁচ লিটারের এক বোতল তেলের দাম ৭২৮ টাকা

খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১২৯ টাকা

পাম সুপার তেল লিটারপ্রতি ১১২ টাকা

 

ঈদের পর ভোজ্যতেলের দাম বাড়িয়ে লোকসান সমন্বয়ের আভাস দিয়েছিল দেশে ভোজ্যতেল উৎপাদন ও বিপণনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

এর আগে অনিয়মতান্ত্রিকভাবে ভোজ্যতেলের দাম লিটারে পাঁচ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তবে সরকারের চাপে দাম বাড়ানোর তিন দিনের মাথায় তিন টাকা কমাতে বাধ্য হয়েছিল।

তখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে করোনা, লকডাউন, রমজান এবং ভোক্তার ক্রয়ক্ষমতার সার্বিক বিষয় চিন্তা করে ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারী ব্যবসায়ীদের দাম কমানোর অনুরোধ করলে দুই টাকা বর্ধিত দাম কার্যকর করা হয়। এতদিন ধরে ওই দামেই ভোজ্যতেল বিক্রি হয়ে আসছিল।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, আমদানি মূল্য ধরে মন্ত্রণালয়ে লিটারপ্রতি ভোজ্যতেলের দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল অ্যাসোসিয়েশেন। পরে মন্ত্রণালয় ওই প্রস্তাব থেকে চার টাকা কমিয়ে অনুমোদন দেয়।

আরও জানা গেছে, সরকার প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম ১১০০ ডলার ধরে ৯ টাকা বাড়তি দাম নির্ধারণ করেছে। কিন্তু বিশ্ববাজারে এই মুহূর্তে টনপ্রতি অপরিশোধিত সয়াবিন তেলের দাম ১৪৬০ ডলার ছাড়িয়ে গেছে।

এই দাম না কমলে, বর্তমান স্টক শেষ হলে বা নতুন আমদানি মূল্যের তেল বাজারে এলে দাম আরও বাড়ানো হতে পারে। সরকারকে ভোজ্যতেলের ব্যবসায়ীরা এমন আভাসই দিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password