কলাপাড়ায় 'ইয়াস’মোকাবেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত

কলাপাড়ায় 'ইয়াস’মোকাবেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত
MostPlay

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় পটুয়াখালীর কলাপাড়ায় ১৬৭টি আশ্রয়কেন্দ্র, নবনির্মিত ২টি মুজিব কিল্লা ও ১৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগ মুহুর্তে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া গবাদি পশু, শিশু, ও মানুষের খাদ্য সরবরাহের জন্য কাজ শুরু করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এদিকে সোমবার বেলা বারোটায় উপজেলা প্রশাসনের দরবার হলে ঘূর্নিঝড় মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, ইউএনও আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সিমা, কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান, পিআইও মো: হুমায়ুন কবির, উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জান খানসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। সভায় ঘূর্ণিঝড় মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান বক্তারা।

এছাড়া ঘূর্নিঝড় ইয়াস মোকাবেলায় কুয়াকাটার অর্ধশত হোটেল মোটেলকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের উদ্দোগ নিয়েছে হোটেল মোটাল ওনার্স এসোসিয়েশন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সাইক্লোন শেল্টারগুলোতে শারিরীক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামাদি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রস্ততি নিচ্ছে সিপিপি, রেড ক্রিসিন্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার টিমের সদস্যরা। উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জান খান বলেন, সকাল ৬টায় ’ইয়াস’ পায়রা বন্দরের ৬০৫ কি.মি. দক্ষিনে অবস্থান করছিল।

বর্তমানে এটি নিম্নচাপে পরিনত হয়েছে। ৪৮ কি.মি. এর মধ্যে প্রতি ঘন্টায় এর গতিবেগ ৬২-৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পায়রা বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে জেলা দুর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা মি. রনজিত কুমার সরকার বলেন, ঘূর্নিঝড় ’ইয়াস’ মোকাবেলায় শিশু খাদ্য, মানুষ ও গো-খাদ্যের জন্য জেলায় ২ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password