আল্লাহর দলের সাত সদস্য আটক

আল্লাহর দলের সাত সদস্য আটক

রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ নিয়ন্ত্রক ও বিভাগীয় নায়কসহ সাত সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

আটকরা হলেন- আব্দুল হান্নান (৪৯), মেহেদী মোর্শেদ পলাশ (২৮), সোহেল হোসেন (৩১), হাসান মাহমুদ (৩৫), নাজমুল হাসান রাজু (২৪), রেজাউল ইসলাম (৩১) ও রবিউল ইসলাম (৩৩)।রোববার (২১ জুন) তাদের আটকের বিষয়টি জানান র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান।

র‌্যাব জানায়, ১৯৯৫ সালে জঙ্গি মতিন মেহেদীর নেতৃত্বে ‘আল্লাহর দল’ নামে জঙ্গি সংগঠনটি গড়ে উঠে। পরে ২০১৪ সালে মতিন মেহেদীর গোপন নির্দেশে এটিকে 'আল্লাহর সরকার' নামকরণ করা হয়। এ সংগঠনটি গণতন্ত্র ও বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী নয়। তাদের মূল লক্ষ্য অনুকূল পরিবেশে ব্যাপক নাশকতায় লিপ্ত হয়ে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা। তারা মনে করে, বর্তমান সময়ের জন্য জঙ্গি মতিন মেহেদি আল্লাহর বিশেষ দূত হতে পারেন।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এএসপি কামরুজ্জামান জানান, তারা ইসলামের অপব্যাখ্যা, বিভ্রান্তিমূলক তথ্যের মাধ্যমে সাধারণ মানুষকে উগ্রবাদে উদ্বুদ্ধ করে আসছে। জঙ্গি কার্যক্রম জোরদার করতে তারা আর্থিক কাঠামো তৈরি করেছে। সংগঠনটির যাবতীয় আর্থিক মূলধনের একটি বড় অংশ নামে-বেনামে দেশের বেশ কয়েকটি ব্যাংকে গচ্ছিত রয়েছে।

অভিযানে তাদের কাছ থেকে উগ্রবাদি বই, ৫ টি মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার ৮০ টাকা এবং জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ করণে লিফলেট, বিভিন্ন হিসাবের ফরমসহ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে র‌্যাবের অনুসন্ধান অব্যাহত রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password