বাংলাদেশিদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব

বাংলাদেশিদের ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব

বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশে আটকেপড়া প্রবাসী শ্রমিকরা এরইমধ্যে সৌদি আরবে তাঁদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।সৌদি সরকার এ পর্যন্ত বাংলাদেশের অনুরোধে বাংলাদেশিদের জন্য আকামার বৈধতা এবং ভিসার মেয়াদ কয়েকবার বাড়িয়েছে।

বাংলাদেশি কর্মীরা করোনাভাইরাস মহামারির কারণে দেশে আটকা পড়েন। বাংলাদেশি প্রবাসী কর্মীদের সবচেয়ে পছন্দের গন্তব্যস্থল তেল-সমৃদ্ধ সৌদি আরব।

গত বছর বাংলাদেশি প্রবাসীরা দেশে ১৮.৩৫৫ বিলিয়ন মার্কিন ডলার পাঠায়। তার মধ্যে সৌদি আরব থেকে আসে ৩.৬৪৭ বিলিয়ন মার্কিন ডলার (১৯.৮৭ শতাংশ)।

মন্তব্যসমূহ (০)


Lost Password