নকল কনডম ও প্রেগন্যান্সি স্ট্রিপের কারখানা! ঔষধ প্রশাসন ও ডিবির অভিযান

নকল কনডম ও প্রেগন্যান্সি স্ট্রিপের কারখানা! ঔষধ প্রশাসন ও ডিবির অভিযান
রাজধানীর একটি নকল প্রেগনেন্সি স্ট্রিপ ও কনডম রিপ্যাকিং কারখানায় যৌথ অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন ও গোয়েন্দা পুলিশ। শনিবার (১ জুন) বিকেলে বাবুবাজারের আলিম মার্কেটের এই কারখানায় বিকাল থেকে সন্ধ্যা অবধি অভিযান চালায় কর্তৃপক্ষ। ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে রাজধানীর বাবুবাজার এলাকা থেকে ৩০ লাখ টাকা মূল্যের নকল ওষুধ জব্দ করা হয়েছে। এ ছাড়া এই অভিযানে নিবন্ধনহীন প্রেগন্যান্সি স্ট্রিপ এবং কনডম রি-প্যাকিংয়ের একটি কারখানা সিলগালা করা হয়। কারখানা মালিক মানিক চন্দ্র সরকারকে আটক করা হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক বলেন, কারখানাটিতে নকল প্রেগন্যান্সি স্ট্রিপ তৈরি করা হতো। এ ছাড়া খোলাবাজারের কনডম এখানে প্যাকেটজাত করা হতো। অভিযানে বিপুল পরিমাণ নকল প্রেগন্যান্সি স্ট্রিপ ও খোলাবাজারের কনডম জব্দ করা হয়েছে।

তিনি বলেন, নাঈম ফার্মেসি, শাকিল ব্রাদার্স, সাহারা ড্রাগস, রাজীব এন্টারপ্রাইজ, আল আকসা মেডিসিন ও আলাউদ্দিন মেডিসিন নামের দোকান থেকে ৩০ লাখ টাকার মূল্যের বিপুল পরিমাণ নকল ও নিবন্ধনহীন ওষুধ জব্দ করা হয়েছে। কারখানার মালিক মানিকের বিরুদ্ধে ওষুধ আইনে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password