সামনুন হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

সামনুন হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সামনুন ইসলামকে (১১) অপহরণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি মো. মাহফুজুর রহমান রনিকে (৩৮) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ শুক্রবার ভোরে লক্ষ্মীপুর-চাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার ভোরে ডিবি মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।

এর আগে গত ১৭ ডিসেম্বর মিরপুর ৬ নম্বর সেকশনের আজমত হাসপাতালের সামনে থেকে শিশু সামনুনকে অপহরণ করে। পরবর্তীতে সামনুনের মায়ের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করে। এরপর বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ৬০ হাজার টাকা দিয়েছিল পরিবার। তবে এর মধ্যেই শিশুটিকে হত্যা করে অপহরণকারীরা।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো নূর আলম প্রলয়, ইউসুফ নেওয়াজ, খায়রুল ইসলাম এবং মাহফুজুর রহমান।

মন্তব্যসমূহ (০)


Lost Password