ফরিদপুরে ১০৩ জন বীরমুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

ফরিদপুরে ১০৩ জন বীরমুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা
MostPlay

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে ১০৩ জন বীরমুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ লাইন্সের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়। ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান-বিপিএম (সেবা) বীরমুক্তিযোদ্ধাদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন। পরে এক আলোচনা সভা শেষে বীরমুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও বীরমুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মোল্যা-বিপিএম, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হেলাল উদ্দিন ভূইয়া প্রমূখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password