এমবাপ্পেকে বরণ করে নিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

এমবাপ্পেকে বরণ করে নিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ

২০১৭ সাল থেকেই টার্গেটে ফরাসী স্ট্রাইকার এমবাপ্পেকে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ তাদের ডোরায় ভেড়াচ্ছে। কাগজে-কলমে আনুষ্ঠানিক চুক্তিস্বাক্ষর না হলেও কিলিয়ান এমবাপ্পেকে স্প্যানিশ রাজধানীতে আনা নিয়ে শতভাগ নিশ্চিত লস ব্লাঙ্কোসরা। আর তাই ২২ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডকে বরণ করতে প্রস্তুতি নিতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ।

তাকে পেতে রিয়ালের ১৬ কোটি ইউরোর প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল পিএসজি। তাতে পিছু না হটে গত পরশু ১৮ কোটি ইউরোর দ্বিতীয় প্রস্তাব পাঠিয়েছে রিয়াল। এর মধ্যে এক কোটি ইউরো বিভিন্ন শর্তসাপেক্ষে পরিশোধ করবে স্প্যানিশ জায়ান্টরা। ফরাসি মিডিয়ার খবর, এই প্রস্তাবও মনে ধরেনি পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা অবশ্য জানাচ্ছে, ১৮ কোটি ইউরোতে শেষ পর্যন্ত রাজি হয়ে যাবে পিএসজি। তাতেও যদি না হয়, তাহলে ২০ কোটি ইউরো গুনতেও রাজি রিয়াল।

২০০৯ সালে রোনালদোকে ম্যানইউ থেকে আনার পর যেভাবে উৎসবের আবহে বরণ করে নেওয়া হয়েছিল, তেমনি ক্লাবের দীর্ঘ পরিকল্পনার অংশ হয়ে যাওয়া এমবাপ্পেকেও একই মুখরতায় বরণের অপেক্ষায় এখন লস ব্লাঙ্কোসরা। চুক্তি সইয়ের ঘোষণা আসতে পারে রোব অথবা সোমবার।

চুক্তি স্বাক্ষর হয়ে গেলেও এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেয়া হবে কিছুদুইন পর কারণ চুক্তি স্বাক্ষরের পরেই শুরু হবে আন্তর্জাতিক বিরতি। আগামী ৯ অথবা ১০ সেপ্টেম্বর অনুশীলন মাঠ ভালদেবেবাসে হতে পারে এমবাপ্পের পরিচিতি অনুষ্ঠান। বিকল্প পরিকল্পনাও আছে রিয়ালের। সংস্কার কাজ শেষে নিজেদের মূল ভেন্যু বার্নাব্যুতে ১১ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে রিয়াল। সেই ম্যাচের আগে সমর্থকদের সঙ্গে এমবাপ্পেকে পরিচয় করিয়ে দিতে পারে রিয়াল।

মন্তব্যসমূহ (০)


Lost Password