রাজধানীতে এক পথশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রাজধানীতে  এক পথশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রাজধানীর বিমানবন্দর ট্রাফিক ডাম্পিং এলাকায় এক পথশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বিমানবন্দরের বলাকা ভবনের পিছন থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ। সূত্রে জানা যায়, সকালের দিকে পুলিশ খবর পেয়ে বলাকা ভবনের পিছনে ট্রাফিক ডাম্পিং এলাকায় ওই শিশুর মরদেহ খুঁজে পায়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানার পরিদর্শক মোহাম্মদ কায়কোবাদ কাজী বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, সে একজন পথশিশু, যাদের সঙ্গে ঘোরাফেরা করতো তারাই গত রাতে কোনো এক সময় তাকে ভারি কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে। সেই আঘাতের কারণেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, এই ঘটনায় আমরা বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানা যাবে। নিহত আহাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password