“পদ্মা ”সেতুতে ওয়ানডে বিশ্বকাপ ট্রফির ফটোশুট

“পদ্মা ”সেতুতে ওয়ানডে বিশ্বকাপ ট্রফির ফটোশুট
MostPlay

অবশেষে পদ্মা সেতুতে হলো আই সি সি ম্যান্স ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ট্রফির ফটোশুট। বৈরী আবহাওয়ায় পরিকল্পনা পরিবর্তন করতে হয় আয়োজকদের। আই সি সি ম্যান্স ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এর ট্রফি হেলিকপ্টারে নিয়ে যাওয়ার প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত সড়ক পথে ট্রফি পৌঁছে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে, দেশের এই আইকনিক স্থাপনা পদ্মা সেতুতে।

মঙ্গলবার থেকে আরো প্রকাশ্য হবে আইসিসি ম্যান্স ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ট্যুর। বুধবার উম্মুক্ত করা হবে তা সবার জন্য। স্বপ্নের পদ্মা সেতুর সামনে স্বপ্নের ট্রফি দুটি কে জড়িয়ে ১৮ কোটি মানুষের আবেগ। রোববার মধ্যরাতে ঢাকা এসেছে আই সি সি ম্যান্স ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এর ট্রফি আই সি সি এর প্রস্তাব ছিলো আইকনিক স্থাপত্যে ফটোসেশন করার ,বিসিবি বেছে নিয়েছে বাংলাদেশের গৌরব পদ্মা সেতু কে।

হেলিকপ্টারে মাওয়া প্রান্তরে পৌঁছানোর কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারনে সে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি , শেষ পর্যন্ত সড়ক পথে পদ্মা সেতুর এক নম্বর পিলারের সামনে পৌঁছায় বিশ্ব কাপ ট্রফি। যাকে এক ঝলক দেখার জন্য উৎসুক জনতার ভিড়ো কম ছিলো না।

প্রথমে বাংলাদেশর গন মাধ্যমকে সুযোগ দেওয়া হয় ছবি সংগ্রহের জন্য এর পর আই সি সি এর আনুষ্ঠানিক ফটোসেশন। স্বপ্নের সীরোপা এত কাছ থেকে দেখতে পেরে আনন্দিত সাধারণ মানুষ। মঙ্গলবার বিশ্ব কাপ ট্রফি রাখা হবে মিরপুর স্টেডিয়াম হোম অফ ক্রিকেটে।

যেখানে জাতীয় দল সহ বিভিন্ন পর্যায়ের ক্রিকেটার, বোর্ড কর্তারা ও গনমাধ্যম কর্মীরা দেখতে পাবেন। পরের দিন বসুন্ধরা সিটিতে সাধারণ মানুষের জন্য প্রদর্শনী। সেদিন রাতেই কুয়েতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে আই সি সি ম্যান্স ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এর ট্রফি টি।

মন্তব্যসমূহ (০)


Lost Password