ধামইরহাটে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ধামইরহাটে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাট উপজেলায় মঙ্গলবার (৮ অক্টোবর) ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকারের সঞ্চালনায় এই আয়োজন সম্পন্ন হয়। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহণ করে তাদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন। তার বক্তব্যে তিনি বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম। একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়ায় দক্ষতা অর্জন ভবিষ্যতের নেতৃত্ব গঠনে সহায়ক ভূমিকা পালন করে।" তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, সহনশীলতা ও মানসিক দৃঢ়তার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান এবং ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষা শিক্ষকগণ । তারা শিক্ষার্থীদের সাফল্যকে অভিনন্দিত করেন এবং এই ধরনের আয়োজনের প্রশংসা করেন। এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দাবা, সাঁতার( চিৎ সাঁতার, প্রজাপতি সাঁতার, মুক্ত সাঁতার, মিড রিলে সাঁতার, বুক সাঁতার) ও কাবাডি খেলার আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা মুক্ত সাঁতার, চিৎ সাঁতার, প্রজাপতি সাঁতার, বুক সাঁতার এবং মিড রিলে সাঁতারে অংশ নিয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। কাবাডি প্রতিযোগিতায় দলগত শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা দর্শকদের মুগ্ধ করে। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয়। প্রধান অতিথি ইউএনও আসমা খাতুন সহ অন্যান্য বিশেষ অতিথিরা বিজয়ীদের পুরস্কৃত করেন। পুরস্কার বিতরণী পর্বে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়, যা ভবিষ্যতে তাদের ক্রীড়াক্ষেত্রে আরও উৎসাহিত করবে।

এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব গঠনে সহায়ক ভূমিকা পালন করে। স্থানীয়দের মতে, এ ধরনের প্রতিযোগিতা দলগত কাজ ও শৃঙ্খলা শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের জীবন দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়। ধামইরহাটের শিক্ষার্থীদের ক্রীড়া উন্নয়নে এ ধরনের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password