যেখানে অনিশ্চিত হয়ে পরেছিল সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট প্রিমিয়ার লীগ আইপিএল। সেখানে খেলাতো চলছেই রয়েছে এক চমক। অবিক্রিত থাকা বাংলাদেশের বামহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান খেলছেন দলের প্রধান বলার হয়ে। মাঝ আসরে এসে খেলছেন দলে যোগ দিয়েছেন তিনি তাও নিজের ভিত্তি মূল্যের তিনগুন বেশি দামে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান। তবে আসরের মাঝপথে দল পেলেন তিনি। তাও গত আসরের চেয়ে তিন গুণ বেশি দামে। সত্যিই ক্রিকেট ভক্তরা অভাগ হয়ে পরেছেন।
অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ব্যক্তিগত কারণে বাকি মৌসুম থেকে সরে দাঁড়ালেও তার বদলি হিসেবে বাংলাদেশের বামহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস (ডিসি)। মুস্তাফিজুর এর আগে ২০২২ এবং ২০২৩ মৌসুমে ডিসিতে ছিলেন।
ইতিমধ্যে দিল্লি ক্যাপিটাল তাদের এক্স হ্যান্ডেলে মুস্তাফিজকে নিয়ে একটি পোস্ট করেছে। সেখানে লেখা হয়েছে- বোকা বানানো ডেলিভারি দিয়ে আমাদের মুগ্ধ করো এবং তোমার উজ্জ্বল হাসি দিয়ে আমাদের মন জয় করো।
সব কিছু ঠিক থাকলে একটি ম্যাচও বাদ পরবেন না বাংলাদেশের এই কাটার মাস্টার। কেননা বর্তমানে দিল্লির একমাত্র ভরসা মোস্তাফিজুর রহমান। আইপিএলে অনেক অভিজ্ঞতা রয়েছে ফিজের। ২০১৬ সালে আইপিএলে নিজের প্রথম মৌসুমে সাইরাইজার্স হায়দ্রাবাদের হয়ে শিরোপা জিতেছিলেন ফিজ। ওই বছর টুর্নামেন্টে ১৬ উইকেট নিয়ে প্রথম উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন তিনি।
এ পর্যন্ত আইপিএলে ৫৭টি ম্যাচে ৬১টি উইকেট পেয়েছেন ফিজ। বিগত বছরগুলোতে এমআই, ডিসি, আরআর এবং সিএসকে-র প্রতিনিধিত্ব করেছেন মুস্তাফিজ।
 
                                         
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন