মা না হয়েও শ্রেষ্ঠ মায়ের পুরস্কার!

মা না হয়েও শ্রেষ্ঠ মায়ের পুরস্কার!
MostPlay

ভারতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেরা মায়েদের সম্মানিত করা হচ্ছে। কিন্তু পুরুষ হয়েও সেখান মনোনয়ন পেয়েছেন সাবেক সফটওয়্যার প্রকৌশলী আদিত্য তিওয়ারি। তিনি বিশ্বাস করেন শুধু নারীরাই মা হতে পারে না, পুরুষরাও পারে। তার প্রমানও তিনি দিয়েছেন।
প্রমাণ হিসাবে বহু যুদ্ধের পর তিনি অবিনাশ নামের এক শিশুর দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব পালন করতে গিয়ে চাকরিও ছেড়েছেন। ডাউন সিন্ড্রোমে আক্রান্ত তার দত্তক নেয়া শিশুকে লালন পালন করতে গিয়ে তিনি টের পান এসব শিশুদের জন্য সরকারের পক্ষ থেকে ঙ্কিছুই করা হচ্ছে না। তাদের অধিকার আদায়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সফলও হয়েছেন।
আজ রবিবার (৮ মার্চ) বেঙ্গালুরুতে আরও কয়েকজন নারীর সাথে সেরা মায়ের সম্মাননা পাচ্ছেন আদিত্য। এমন পুরস্কার পেয়ে তিনি বেশ গর্বিত বলে জানিয়েছেন।
আদিত্য জানান, টানা দেড় বছর কোর্টে দৌড়াদৌড়ি করে ২০১৬ সালের ১ জানুয়ারি অবিনাশের দায়িত্ব পেয়েছি। তারপর থেকে আমরা বাবা-ব্যাটা প্রচুর সংগ্রাম করেছি। আমার কাছে ঈশ্বরের দেওয়া সেরা উপহার ও। আমিই ওর মা, আমিই ওর বাবা। ভালো অভিভাবক হওয়ার পাশাপাশি আমি ওর কাছে একজন ভালো মানুষ হতে চেয়েছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password