সম্পদের হিসাব দিতে কারও আপত্তি থাকার কথা নয়, আমিও দিতে প্রস্তুতঃ সেতুমন্ত্রী

সম্পদের হিসাব দিতে কারও আপত্তি থাকার কথা নয়, আমিও দিতে প্রস্তুতঃ সেতুমন্ত্রী

সম্পদের হিসাব বিবরণী দাখিলে আমাদের কারও আপত্তি থাকার কথা নয়। সম্পদের হিসাব দিতে আমি নিজেও প্রস্তুত আছি।সরকার যখনি আমার সম্পদের হিসাব চাইবে আমি দিতে প্রস্তুত এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়কপরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন প্রতিনিধিদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সড়কপরিবহণ ও সেতুমন্ত্রী বলেন,বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ সততা ও স্বচ্ছতার সাথে সরকার ও দেশ পরিচালনা করছেন। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। এমপি-মন্ত্রীসহ কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, যে কোনও অপরাধের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে পারে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইতোমধ্যে অনেক নেতাকর্মী এবং এমপির বিরুদ্ধেও দুদক ব্যবস্থা নিয়েছে, সরকার কাউকেই রক্ষা করতে যায়নি। এমনকি দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে দুদকের উপর সরকারের পক্ষ থেকে কোন হস্তক্ষেপ বা বাধা নেই।

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে মাস্ক পরিধানের আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভ্যাকসিনের চেয়েও কার্যকরী হচ্ছে মাস্ক। বাংলাদেশের যে পরিমাণ ভ্যাকসিন প্রয়োজন বিভিন্ন দেশ থেকে সে পরিমাণ ভ্যাকসিন পর্যায়ক্রমে আসবে। ভ্যাকসিন নিয়ে সংকট কেটে যাবে।

তিনি আরও বলেন, করোনার এই সংকটময় মুহুর্তে বিএনপি নিজেদের চরম ব্যর্থতা আড়াল করতেই একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। মিথ্যাচারই বিএনপির এখন একমাত্র অবলম্বন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপির মতো কথা- সর্বস্ব কোন রাজনৈতিক দল নয়। নিজের সবকিছু নিয়ে অকাতরে মানুষের পাশে দাঁড়ায় বলেই জনগণ আওয়ামী লীগকেই বিপদে বন্ধু মনে করেন।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটিকে একাধিক টিম করে বিভিন্ন পাড়া-মহল্লায় জনগণকে সঠিকভাবে মাস্ক পরিধানে উৎসাহিত করতে নির্দেশ প্রদান করেন সড়কপরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাংলাদেশে এতোগুলা রাজনৈতিক দল অথচ এই সংকটকালে কেবল মাত্র আওয়ামী লীগই এখন সরেজমিনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। একটি দল ঘরে বসে লিপসার্ভিস দিয়ে যাচ্ছে কিন্তু জনগণ এখন লিপসার্ভিস চায় না।

সারা দুনিয়ায় আজ প্রশংসিত হচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব। বাংলাদেশকে আজ বিশ্ব দরবার মূল্যায়িত করছে কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দক্ষ নেতৃত্বের কারণে।

মন্তব্যসমূহ (০)


Lost Password