গনপরিবহণ চালু নিয়ে সরকারের নতুন নির্দেশণা

গনপরিবহণ চালু নিয়ে সরকারের নতুন নির্দেশণা

সারাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধের লকডাউনের মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। আগামী ৫ আগস্ট থেকে আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ছে চলমান লকডাউন।

মঙ্গলবার (৩ আগস্ট) আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তবে আগামী ১১ আগস্ট থেকে সীমিত আকারে গণপরিবহন চলবে। বাসের ড্রাইভার ও হেলপারদের নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১০ তারিখ পর্যন্ত আমরা বিধিনিষেধ বৃদ্ধি করেছি। ১১ তারিখ থেকে ইনশাহআল্লাহ সব খুলবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের উদাহরণ দিয়ে বলেন, মনে করেন, গাজীপুর থেকে ১০০ গাড়ি প্রতিদিন ঢাকায় আসে। ১০০ না, ৩০টি আসুক বা ৫০টি আসুক। আজ এগুলো যাবে তো কাল অন্যগুলো যাবে। এরকম তারা নির্ধারণ করে দেবেন। শ্রমিক, পরিবহন নেতা এবং পরিবহনর মালিকদের সঙ্গে কথা বলে এগুলো বাস্তবায়ন করা হবে।

সে সময় তিনি আরও বলেন, লঞ্চ, স্টিমার, রেল আছে, সেগুলোও চলবে। কিন্তু অতীতে যে পরিমাণে চলেছিল, সে পরিমাণ না চলে সীমিত আকারে। কর্তৃপক্ষ সেগুলো নির্ধারণ করে জনগণকে অবহিত করবেন। যেমন রেল হয়তো ১০টা চলতো, এখন ৫টা চলবে। কোনটা কখন ছাড়বে এবং কিভাবে যাবে, এগুলো স্ব স্ব মন্ত্রণালয় ও ডিপার্টমেন্ট জনগণকে অবহিত করবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password