কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউটিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী সংগঠন একাউন্টিং ক্লাব'র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন একাউন্টটিং বিভাগের সহকারী অধ্যাপক শুভ ব্রত সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করবেন ১৪ তম আবর্তনের শিক্ষার্থী ফাহাদ বিন আজাদ আসিফ।
৭ জানুয়ারি (মঙ্গলবার) ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মোহাম্মদ বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। একাউন্টটিং ডিবেট ক্লাবের সমন্বয়কারী হিসেবে আছেন একাউন্টটিং বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ ফাহমিদা বেগম। সহ সমন্বয়কারী হিসেবে আছেন সুন্চ্রা রহমান।
এছাড়াও ডিবেটিং ক্লাবের সমন্বয়কারী সদস্য হিসেবে থাকছেন মোঃ তরিকুল ইসলাম মঈন, সাদাত আনোয়ার, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবসার উদ্দিন, আব্দুল কাদের পিয়াস এবং শিপন খান। একাউন্টটিং স্পোর্টস ক্লাবের সমন্বয়কারী হিসেবে আছেন একাউন্টিং বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ সজীব রহমান এবং সহ-সমন্বয়কারী হিসেবে আছেন ১৪ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ রিয়াজ উদ্দিন অপু। উপরন্তু, স্পোর্টস ক্লাবের সমন্বয়কারী সদস্য হিসেবে থাকছেন বায়েজিদ মিয়া, নূর মোহাম্মদ, ইব্রাহিম শাহরিয়ার সাগর,তানজির হোসাইন সৌরভ,মোঃ সাজ্জাদ বাদশাহ ও সাজু নাথ।
একাউন্টিং কালচারাল এন্ড হেরিটেজ ক্লাবের সমন্বয়কারী হিসেবে আছেন একাউন্টিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ তোফায়েল হোসেন এবং সহ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন নন্দিতা দাস। কালচারাল এন্ড হেরিটেজ ক্লাবের সমন্বয়কারী সদস্য হিসেবে আছেন আল বারি সরকার, মীর আবুল জাফর, রিসাতুজ জাহান নিসা,আকাশ দেবনাথ, কাজী জুবাইদা আক্তার, তামিম আহমেদ।
একাউন্টিং ল্যাংগুয়েজ এন্ড লার্নিং ক্লাবের সমন্বয়কারী হিসেবে দ্বায়িত্ব পালন করবেন একাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান। সহ-সমন্বয়কারী হিসেবে থাকছেন ১৪ তম আবর্তনের শিক্ষার্থী সাদিয়া আক্তার। পাশাপাশি ল্যাঙ্গুয়েজ এন্ড লার্নিং ক্লাবের সমন্বয়কারী সদস্য হিসেবে থাকছেন জুবায়ের মোহাম্মদ, শারমিন সুলতানা সোমা, ওমর ফারুক, মিলন সূত্রধর, মোঃ তৌফিক হাসান ও মালিহা মুমতাজ শিমুল। এছাড়া কোষাধক্ষ্য হিসেবে মনোনীত হয়েছেন ১৫ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান। উল্লেখ্য, উক্ত কমিটি আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে।
 
                                         
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন