ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইজিবাইকে ওড়না পেঁচিয়ে রুহি আক্তার নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৫ জুন, দুপুরে উপজেলার হায়াতকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহি উপজেলার শোল্লা ইউনিয়নের কৈলাইল গ্রামের রুহুল বেপারীর মেয়ে।
তনি ভাইবোনরে মধ্যে সে মজেো। সে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের এইচএসসি পরীক্ষার্থ ছলিো। জানা যায়, নবাবগঞ্জ উপজেলা সদর থেকে প্রাইভেট শেষ করে বাড়িতে ফেরার পথে হায়াতকান্দা নামক স্থানে ইজিবাইকের সিটের নিচে তার ওড়না পেঁচিয়ে গেলে সে রাস্তায় ছিটকে পড়ে যায়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে কলজে, পরবিার এবং এলাকায় শোকাবহ পরবিশে সৃষ্টি হয়ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন