বগুড়ায় মাকে কুপিয়ে হত্যায় দুই ছেলেসহ পুত্রবধূদের যাবজ্জীবন

বগুড়ায় মাকে কুপিয়ে হত্যায় দুই ছেলেসহ পুত্রবধূদের যাবজ্জীবন

বগুড়ায় মাকে হত্যার দায়ে দুই ছেলে ও দুই পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসরাত জাহান এ রায় ঘোষণা করেন।

এছাড়াও দণ্ডিতদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে তাদেরকে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় ওই ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে জহির উদ্দিন, তার স্ত্রী রেহেনা বিবি, মৃত সিরাজ উদ্দিনের আরেক ছেলে ইয়াছিন আলী ও তার স্ত্রী রহিমা বিবি।  সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী জহুরা বেগম পারিবারিক জমি-সংক্রান্তের জেরে খুন হন। ২০০৮ সালের ৭ জুলাই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত জহুরা বেওয়ার ছোট ছেলে জসিম উদ্দিন তার বড় দুই ভাই ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০০৮ সালের ১৯ অক্টোবর ওই ৪ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password