বান্দরবানে আবারো মর্টার উদ্ধার

বান্দরবানে আবারো মর্টার উদ্ধার
MostPlay

গত রাতে বান্দরবানের রুমায় ১২টি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে রুমা সেনা জোন। রুমা সদর ইউনিয়নের বাচারঢেউ এলাকা থেকে পরিত্যাক্ত এই শেলগুলো উদ্ধার করা হয়। গতকাল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাংগু নদী অতিক্রম করে দুর্গম বাচারঢেও এলাকায় অভিযান চালায় ক্যাপ্টেন অনিন্দ্য ইমতিয়াজের নেতৃত্বে ১৭ জনের একটি সেনা দল। এ অভিযানের দিক নির্দেশনা প্রদন করেন রুমা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। অভিযানের সময় ওই এলাকায় মাটির নিচে পুতে রাখা অবস্থায় ১২টি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয় এবং বোম্ব ডিসপোজাল দল দ্বারা তা নিষ্ক্রিয় করা হয়।

উল্লেখ্য যে, গত ১৮ই আগস্ট আরেকটি অভিযানে ৩৮ বিজিবি সদস্যরা বান্দরবান এর দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩টি ৬০মিঃমি মর্টার শেল এবং ২টি আরপিজি শেল উদ্ধার করে। পরবর্তীতে সেনাবাহিনীর ১ ইন্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্যরা বিষ্ফোরণ ঘটিয়ে এসব নিষ্ক্রিয় করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password