দু'পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত অর্ধ শতাধিক

দু'পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত অর্ধ শতাধিক
MostPlay

হবিগঞ্জের বানিয়াচংয়ে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ওসি মো. এমরান হোসেনসহ উভয় পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। লুটপাট ও ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ।

সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের মাতাপুর গ্রামে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সংঘর্ষের সূত্রপাত হয় স্থানীয় আদর্শ বাজারে। মাতাপুর গ্রামের বিরোধপূর্ণ দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবৎ এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মাতাপুর গ্রামের রমজান মিয়া ও এসএম হাফিজুরের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবৎ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। 

শনিবার দিবাগত রাতে স্থানীয় আদর্শবাজারের কমিটি গঠনকে কেন্দ্র করে পক্ষদ্বয়ের মধ্যে তীব্র বাদানুবাদের এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মো. এমরান হোসেনের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় দাঙ্গাকারীদের ইট-পাটকেলের আঘাতে ওসি মো. এমরান হোসেন আহত হন।

আহত ওসি বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে ওসি তদন্ত প্রজিত কুমার দাশ নিশ্চিত করেছেন।

রমজান মিয়ার গোষ্ঠির গুরুতর আহত শিশু মুবিন মিয়া (১১)কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আহত রমজান মিয়া অভিযোগ করে জানান, তাদের মালামাল লুটপাট ও ভাঙচুর করেছেন এসএম হাফিজুর রহমানের পক্ষের লোকজন।

অন্যদিকে এসএম হাফিজুর রহমানের লোকজন রমজান মিয়ার পক্ষের লোকজন লুটপাট ও ভাঙচুরের অভিযোগ করেছেন রমজান মিয়ার লোকজনের বিরুদ্ধে।

সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ জানান, বিবাদমান দুটি গোষ্ঠির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। অপরাধীদেরকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password