নাটোরে হঠাৎ শিলাবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি

নাটোরে হঠাৎ শিলাবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি
MostPlay

নাটোরে হঠাৎ শিলাবৃষ্টির কারণে উঠতি ফসলসহ আম, কলা, তরমুজ, কাকর ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে জেলার বড়াইগ্রাম ও লালপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি হয়। স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় আকাশ। প্রথমে দমকা হাওয়ার সঙ্গে হালকা বজ্রপাত শুরু হয়।

পরে প্রায় ২০ মিনিট মাঝারি আকারের শিলাবৃষ্টি হয়। এতে জেলার বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া, ভবানীপুর, হারোয়াসহ বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতি হয়। একই সাথে লালপুর উপজেলার ওয়ালিয়া, দয়ারামপুরসহ আশপাশের এলাকায় শিলাবৃষ্টি নানা ধরনের ফসলের ক্ষতি হয় বলে কৃষকদের দাবি।

স্থানীয় কয়েক জন আম চাষি জানান, শিলাবৃষ্টিতে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ আম পড়ে গেছে। অবশিষ্ট আম বড় করে বিক্রি করতে পারলে কোনো রকম খরচটা উঠে আসবে। এ বিষয়ে বড়াইগ্রাম কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, এ মুহূর্তে ক্ষতির পরিমাণ পরিমাপ করা যাচ্ছে না, আমরা খোঁজ-খবর নিয়ে পরে জানাতে পারব।

মন্তব্যসমূহ (০)


Lost Password