আম ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তার দিকে নজর রাখার আহ্বানঃ খাদ্যমন্ত্রী

আম ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তার দিকে নজর রাখার আহ্বানঃ খাদ্যমন্ত্রী

আম ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তার দিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

নওগাঁর সাপাহারে আম বাজারজাতকরণ ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের বিভিন্ন স্থান থেকে আম কেনার জন্য যেসব ব্যবসায়ী আসবেন তাদের জানমালের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। শুধু প্রশাসনের ওপর সব কিছু ছেড়ে দিলে হবে না, আপনাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশের বিভিন্ন স্থান থেকে আম কেনার জন্য যেসব ব্যবসায়ী আসবেন তাদের জানমালের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। শুধু প্রশাসনের ওপর সব কিছু ছেড়ে দিলে হবে না, আপনাদের সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘নওগাঁয় আম চাষের বিপ্লব ঘটেছে। আমচাষিদের সকল সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। নিয়মিত আমবাগানগুলোতে গিয়ে চাষিদের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
এ সময় চাষিদের সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের তদারকির নির্দেশ দেন মন্ত্রী।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জেলায় ২০ মে থেকে শুরু হচ্ছে আম পাড়া। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম পাড়া যাবে।

জেলা প্রশাসক হারুণ-অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ মে থেকে গুটি জাতের আম পাড়া যাবে। উন্নত জাতের আমের মধ্যে গোপালভোগ ২৭ মে ও ক্ষীরশাপাত বা হিমসাগর ২ জুন থেকে পাড়া যাবে।

এ ছাড়া নাগ ফজলি ৪ জুন, ল্যাংড়া ১০ জুন, ফজলি ২০ জুন ও আম্রপালি ২২ জুন থেকে পাড়তে পারবেন চাষিরা। সর্বশেষ ৮ জুলাই থেকে পাড়া যাবে আশ্বিনা ও বারি-৪ জাতের আম।

এদিকে রাজশাহীতে বাজারে এসে গেছে গুটি আম। গত ১৫ এপ্রিল থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী গুটি আম পাড়া শুরু হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password