মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে

মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে জিঙ্গাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) আদালতে তোলার আগ পর্যন্ত তাকে ডিবি পুলিশের হেফাজতে রাখা হবে।এর আগে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ গণমাধ্যমকে জানান, সোমবার আদালতে তোলার পর সাতদিনের রিমান্ড চাইবে পুলিশ।

আব্দুল লতিফ বলেন, মামুনুলকে আগামীকাল আদালতে প্রেরণ করে সাতদিনের রিমান্ড চাওয়া হবে। ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তদন্ত চলছিল। তদন্তে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় আমরা তাকে গ্রেফতার করেছি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

সাতদিনের রিমান্ড চাওয়ার বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন উর রশিদ গণমাধ্যমকে জানান, মোহাম্মদপুর থানার এক মামলায় প্রেক্ষিতে এ আবেদন করবে পুলিশ।হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। রবিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুল আলম জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা ও ঢাকার মতিঝিল থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password