সাভারে গরু চোর সন্দেহে দুই নারীসহ চারজনকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা

সাভারে গরু চোর সন্দেহে দুই নারীসহ চারজনকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা

গরু চোর সন্দেহে দুই নারীসহ চারজনকে গণপিটুনি দেয় সাভারের স্থানীয় জনতা। এ সময় কেটে দেওয়া হয় দুই নারীর চুল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) সাভার মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস। এতে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।

এদিকে ওই দুই নারীর বিরুদ্ধে গরু চুরির চেষ্টার মামলা করেছেন হাবিবুল্লাহ নামে এক ব্যক্তি। ওই মামলায় পুলিশ তাদের রোববার আদালতে পাঠান। গ্রেফতার দুই নারীর গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকায়। বর্তমানে রাজধানীর মিরপুর শাহ আলী মাজারের পাশে বস্তিতে বসবাস করেন। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার দুপুরে বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় হাবিবুল্লাহ নামের এক ব্যক্তির গরু চুরির চেষ্টা করছিলেন দুই নারী ও দুই পুরুষ।

এমন অভিযোগে স্থানীয়রা তাদের আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেন এবং দুই নারীর চুলও কেটে দেন। স্থানীয়রা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার সময় আটক থাকা দুই পুরুষ পালিয়ে যান।

মন্তব্যসমূহ (০)


Lost Password