ছিঁচকে চোর এর কারসাজিতে, বিপাকে এলাকাবাসী

ছিঁচকে চোর এর কারসাজিতে, বিপাকে এলাকাবাসী

কথায় আছে ‘চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড় ধরা’। চুরি মানে, না বলে অন্যের জিনিস নেওয়া। পেশাদার চোরেরা একে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারে এবং বিদ্যা হিসেবে শেখাতে পারে। সিঁধ কাটা থেকে ছ্যাঁচড় বা ছিঁচকে চোর শব্দ এসেছে। শব্দটি ছোটখাটো চুরি অর্থেও ব্যবহার হয়। চুরির করতে ব্যর্থ হয়ে ভাঙচুর ইত্যাদি ক্ষতি করলে তাকেও ছ্যাঁচড়ামো বলে।

গভীর রাত, রাজধানীর ব্যস্ততম এলাকা পশ্চিম রামপুরা, ওয়াবদা রোড,ওমর আলী লেন এর একটি বাসার বৈদ্যুতিক সংযোগ তার চুরি করতে গিয়ে । লোক সমাগম এর উপস্থিতি টের পেয়ে ব্যর্থ হয়ে সংযোগ অবস্থায় চুরি করার জন্য কাটা বৈদ্যুতিক তার ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় এক ছিঁচকে চোর।

বৈদ্যুতিক তারটি ১৯ বাড়ি নামে ক্ষ্যাত একটি টিনসেড বাড়ির সাথে সংস্পর্শে আসলে পুরো টিনসেড বাড়িটি বিদ্যুৎ আবেশিত হয়ে পড়ে । এক সময় এই কারনটি হয়ে দাঁড়ায় অগ্নিসংযোগ এর। স্থানীয় লোকজন বিষয় টি বুঝতে পেরে সাহায্যের জন্য ৯৯৯ এ ফোন করেন।৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে একে একে ফায়ার সার্ভিস, পুলিশ ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পরে ফায়ার সার্ভিস এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঝুঁকি মুক্ত ঘোষণা করে ঘটনা স্থল ত্যাগ করেন এবং যাওয়ার সময় এলাকাটি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর যে এরিয়ায়র অন্তর্ভুক্ত সেখানে ফোন করে সমস্যার কথা জানান।তারা এসে বৈদ্যুতিক তার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তার কিছুক্ষণ পরে ঘটনাস্থলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্য গন উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় গভীর রাতে নিরাপত্তা কর্মীর চোখ ফাঁকি দিয়ে ছিঁচকে চোর একটি বাসার বৈদ্যুতিক সংযোগ তার চুরি করতে যায় । লোক সমাগম উপস্থিত টের পেয়ে কাটা বৈদ্যুতিক তার রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কাটা বৈদ্যুতিক তার গিয়ে আবার অন্য একটি টিনসেড বাড়ির সংস্পর্শে আসে যার কারণে বাড়িতে অগ্নিসংযোগ হয় এবং বাড়িটি টিনসেড হওয়াতে তা বিদ্যুৎ এর সংস্পর্শে এসে বিদ্যুৎ আবেশিত হয়ে যায়। উক্ত ঘটনাটিতে কারো কোন ক্ষয় ক্ষতি হয়নি এবং কোন হতাহতের ঘটনাও ঘটে নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password