'কুয়েতের বাইরে অবস্থানকারীরা ৩১ শে ডিসেম্বরের পরে দেশে প্রবেশ করতে পারবে না'- এমন খবর সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন কুয়েতের জেনারেল রেসিডেন্সি বিষয়ক বিভাগ।
বরং আবাসিক বিষয়ক জেনারেল প্রশাসন নিশ্চিত করেছে, যে সব প্রবাসী কুয়েতের বাইরে আছেন, যাদের বৈধ রেসিডেন্সি (আকামার মেয়াদ) আছে তাদের কুয়েতে প্রবেশে বাধা নেই। প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে কুয়েত প্রবেশ করতে পারবেন। এদিকে এমন গুজব এড়িয়ে চলার অনুরোধ করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।
কুয়েতের জেনারেল রেসিডেন্সি বিষয়ক বিভাগের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে বলা হয়, যারা কুয়েতের বাইরে আছেন তারা অনলাইনে তাদের আকামার মেয়াদ শেষ হওয়ার পূর্বে আকামা নবায়ন করতে পারেন। মিনিস্ট্রি অব টি ইন্টেরিয়র যদি কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের নিয়ে নতুন ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে অবশ্যই এটি আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ প্রশাসনের মাধ্যমে ঘোষণা করে জানিয়ে দেয়া হবে বলে খবরে প্রকাশিত হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন