গাজীপুরে পশুর হাট বসতে দেওয়ায় ইজারাদারকে জরিমানা

গাজীপুরে পশুর হাট বসতে দেওয়ায় ইজারাদারকে জরিমানা

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকারী নির্দেশনা ও করোনা মহামারিকালীণ সময়ে স্বাস্থ্যবিধি অমান্য করে পশুর হাট বসানোর দায়ে ইজারাদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে ইউএনও মোসাঃ ইসমত আরা জানান,সরকারী নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি না মেনে আমরাইদ বাজারে  পশুর হাট পরিচালনা করা হচ্ছিল। এদিকে খবর পেয়ে পশুর হাটের ইজারাদার মোঃ মজিবুর রহমানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিশ (২০) হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, স্বাস্থ্যবিধি না মেনে পশুর হাট পরিচালনা করায় ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন ২০১৮ অনুযায়ী ইজারাদারকে বিশ (২০) হাজার টাকা জরিমানা ধার্য্য করে তা আদায় করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password