টানা ৬ষ্ট দিনের দিনের মতো ইফতার বিতরণ করলো ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ

টানা ৬ষ্ট দিনের দিনের মতো ইফতার বিতরণ করলো ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ
MostPlay

ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যান পরিষদ আর্ত মানবতার সেবায় পবিত্র মাহে রমজানে ৭দিন ব্যাপি ইফতার বিতরণের কর্মসূচীর ৬ষ্ট দিনেও ইফতার বিতরণ করেছে সংগঠনটি। অসহায় ও দরিদ্র মানুষ সারাদিন রোজা রাখেন কিন্তু তাদের অনেকের পক্ষে লকডাউনে ইফতার কেনার সামর্থ্য হয় না থাকায় তাদের মাঝে ইফতার বিতরণ করছে ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যান পরিষদ। এছাড়াও অনেক পথচারীর চলার পথে ইফতার করার সুযোগ না পাওয়ায় পথচারীদের সাথে ইফতার ভাগ করে নিচ্ছে সংগঠনটি।

আজ রাজধানী ঢাকার ধানমণ্ডি রবীন্দ্র সরোবরে এলাকার আশেপাশে ইফতার বিতরণ করা হয়। ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ এর প্রতিষ্টাতা এডমিন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি কাউছার আহমেদ সারোয়ার এর সহযোগিতায় ৬ষ্ট দিনের মত ইফতার বিতরন সম্পূন হয়েছে। ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যান পরিষদের মুখপাত্র এবং কলাবাগান থানাছাত্রলীগ এর সহ-সভাপতি আরিফুল ইসলাম তানভীর জানান, এই লকডাউনে করোনাকালীন সময়ে কিশোরগঞ্জের শিক্ষার্থীরা যারা ঢাকায় বসবাস করে তাদেরকে বিভিন্নভাবে গোপনে সহযোগিতা করে যাচ্ছে আমাদের ছাত্রকল্যান পরিষদ।

ভবিষতেও আমাদের এই কাযক্রম চলমান থাকবে। এই ছাড়া বিভিন্ন সময়ে কিশোরগঞ্জ জেলার সাবেক শিক্ষাথী এবং বিভিন্ন ইউনিভাসিটির সাবেক বড় ভাইরাও আমাদেরকে দিক নির্দেশনা ও সহায়তা প্রদান করে যাচ্ছেন। সংগঠনটির ফেসবুক গ্রুপের মডারেটর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরীফুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ প্রচার সম্পাদক জোবায়ের হোসেন বলেন, এবং অনিকেত শরীফ বলেন সকল রোজাদারদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে আমরা আমাদের সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা হতে কিছু করতে চেষ্টা করছি। আর তাই সেই লক্ষ্যে রাজধানী ঢাকার বিভিন্ন টার্মিনাল, রেলষ্টেশন, বস্তি এলাকায় ৭দিন ব্যাপী আমাদের ইফতার বিতরণ কার্যক্রম চলবে ইনশাল্লাহ।

মন্তব্যসমূহ (০)


Lost Password