সিরাজগঞ্জের কাজিপুরে ৪নেতাকে হত্যার দিনটি শোক আর শ্রদ্ধায় পালিত

সিরাজগঞ্জের কাজিপুরে ৪নেতাকে হত্যার দিনটি শোক আর শ্রদ্ধায় পালিত
MostPlay

৪৭ বছর আগে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার দিনটি শোক আর শ্রদ্ধায় স্মরণ করলো কাজিপুর প্রশাসন। ৩রা নভেম্বর জেল হত্যা দিবস-২০২২ স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ রা নভেম্বর) জেল হত্যা দিবস স্মরণে কাজিপুর উপজেলা প্রাঙ্গণে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাসিবুল্লাহ, কাজিপুর থানা, সিরাজগঞ্জ।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম সহ কাজিপুর থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন। প্রসঙ্গত-১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে কারাগারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password