বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে জেসমিন

বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে জেসমিন
MostPlay

বগুড়ার আদমদীঘির লক্ষিপুর গ্রামে জেসমিন আক্তার নামের এক ১০ শ্রেণির স্কুলছাত্রী মে‌য়ে থে‌কে ছেলেতে রূপান্তরিত হয়েছে। পুরুষে রূপান্তরিত হওয়ার পর তার নাম রাখা হয়েছে জুবায়েদ। বৃহস্পতিবার (২৫ মার্চ) ঘটনাটি জানাজানি হলে কৌতুহলী মানুষ তাকে দেখতে ভিড় জমাচ্ছেন।

আদমদীঘি উপজেলার নসরৎপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের কৃষক জালাল হোসেন গর্ভবতী স্ত্রীকে রেখে বিদেশ যান। ২০০১ সালে জেসমিন আক্তার ভূমিষ্ঠ হয়। এরপর থেকে জেসমিন উপজেলার শাওইলে নানার বাড়িতেই বসবাস করত। বর্তমানে শাওইল দ্বীমুখি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী জেসমিন। দুই বছর আগে তার বাবা বিদেশ থেকে বাড়ি ফেরে। 

গত চার মাস আগে থেকে জেসমিন আক্তারের কণ্ঠস্বর বদলে যেতে শুরু করে। ছেলেদের মতো কণ্ঠস্বর হতে থাকে। তার আচার-আচরণও ছেলেদের মতো হতে থাকে। ৪৫ দিনের মাথায় জেসমিন আক্তারের শরীরির গঠন পরিবর্তন হয়ে ছেলেতে রূপান্তরিত হয়ে যায়। 

জেসমিন আক্তারের বাবা জালাল হোসেন মন্ডল বলেন, ‘আমার বড় মেয়েটি ছেলেতে রূপান্তরিত হওয়ায় তার নাম রেখেছি জুবায়েদ। আমি অনেক খুশি হয়েছি, মহান আল্লাহতালার কাছে অশেষ রহতম।’ 

জোবাইদ মন্ডল জানায়, কয়েক মাস ধরে তার শারীরিক পরিবর্তন হওয়া শুরু করে। গত দেড় মাসের মধ্যে সে পুরোপুরি ছেলেতে পরিণত হয়। বিষয়টি সে তার নানা মোবারক আলীকে জানায়। এরপর নানা মোবারক চিকিৎসকের শরণাপন্ন হন। ঢাকার শাজাহানপুরে ইসলামী হাসপাতালে ডা. সৈয়দ শামসুদ্দিন আহমেদ তাকে পরীক্ষা করেন। তাকে জানানো হয় তার শরীরে অতিরিক্ত পরিমাণ পুরুষ হরমোন থাকায় সে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হয়েছে। ১৪ থেকে ২০ বছরের মধ্যে এমনটি হয়ে থাকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password