কালভার্ট নির্মাণে অনিয়ম ইউএনও’র নির্দেশে বন্ধ

কালভার্ট নির্মাণে অনিয়ম ইউএনও’র নির্দেশে বন্ধ
MostPlay

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ উঠায় সরেজমিন পরিদর্শন করে কাজ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের নয়াবাজারে নির্মাণস্থল পরিদর্শন করেন ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম। পরে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন।

শুক্রবার (১২ মার্চ) বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, কালভার্টের নিচে ঢালাই করার কাজ বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, এলাকাবাসী দেখতে পান- নির্মাণকাজে পুরাতন ইট ও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। বিষয়টি তারা উপজেলা প্রশাসনকে জানায়।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলাম ও স্থানীয় পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন সেখানে যান। তারা এলাকাবাসীর অভিযোগের সত্যতা দেখতে পান। ওই দিন বিকেলে সড়ক ও জনপথ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিনসহ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম বলেন, সরেজমিন পরিদর্শনে পাথরের খোয়া ব্যবহারের পরিবর্তে পুরাতন ইট ও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করতে দেখা যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে সওজ অধিদপ্তরের কর্মকর্তাদের জানানোর পাশাপাশি সাময়িক কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন বিডিটাইপকে বলেন, আগামীকাল (রোববার) সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password