গণপরিবহনের অর্ধেক যাত্রী বহনের নির্দেশনা

গণপরিবহনের অর্ধেক যাত্রী বহনের নির্দেশনা

গণপরিবহনের অর্ধেক যাত্রী বহনের নির্দেশনা দেয়ার পর এবার মোটরসাইকেল রাইড শেয়ারিং এ নিষেধাজ্ঞা দিয়েছে বিআরটিএ। দেশে করোনা পরিস্থিতির অবনতি ঘটায় এই সিন্ধান্ত নেয়া হয়। আগামী দুই সপ্তাহ নিষেধাজ্ঞা বলবত থাকবে। আজ বুধবার বিআরটিএ’র এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।এতে বলা হয়, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়াও, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনাও দিয়েছে বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে, উবার বা পাঠাও এ চালিত গাড়িতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে পারবে।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫২ জন। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৩৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে। আজ বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ৯০৫ জন। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ লাখ ১৫ হাজার ৮৯৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ৪৪৯ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password