রাঙামাটিতে করোনা প্রতিরোধক স্যানিটাইজার ও মাস্ক বুথের উদ্বোধন

রাঙামাটিতে করোনা প্রতিরোধক স্যানিটাইজার ও মাস্ক বুথের উদ্বোধন
MostPlay

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় রাঙামাটিতে করোনা প্রতিরোধক দুটি হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বুথের যৌথভাবে  উদ্বোধন করেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতুব্বার, পৌর আওয়ামী লীগের সভাপতি সোলামান চৌধুরী,  জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজলসহ আওয়ামী নেতৃবৃন্দরা।

 বুধবার (১৬ই জুন) সন্ধা ৭টায় নগরীর ব্যাস্থতম রিজার্ভবাজার ও  বনরুপাতে  বুথ দুটি উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন।

বুথ উদ্বোধন কালে নুর মুহাম্মদ কাজল বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে জন জীবন বিপর্যস্ত। এই বিপর্যয় প্রতিরোধের একমাত্র উপায় জীবাণু নাশক বা হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করা।সাধারণ মানুষের কথা চিন্তা করে ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করতে আমাদের এমন উদ্দেগ নেয়া হয়েছে।এখানে সাধারণ মানুষ বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পাবে।ক্রমান্বয়ে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে এরকম বুথ বসানোর কথা জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা সলিম উল্লাহ, জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরাসহ আরো অনেকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password