করোনায় গত ২৪ ঘন্টায় ১৭৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৬১৪ জন

করোনায় গত ২৪ ঘন্টায় ১৭৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৬১৪ জন

দেশে প্রতিদিনি বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৩ জনের মৃত্যু হয়েছে যা একদিনে বাংলাদেশের করোনা ইতিহাসে  সর্বোচ্চ মৃত্যুর সংখ্যাএই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১৮ হাজার ৪৯৮ জনে একই সময়ে দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬১৪ জন     

আজ বোধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ১৭৩ জনের মধ্যে পুরুষ ৯৮ জন ও নারী ৭৫ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪৬ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন ও বাসায় জন মারা যায়।

একই সময়ে ২৪ হাজার ৯৭৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৭ হাজার ৬১৪ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরিক্ষায় শনাক্তের হার ৩০.৪৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৬১ হাজার ৪৪ জনে। যা গত ২৪ ঘণ্টায় সুস্থ্যতার হার ৮৪.৫৬ শতাংশ। 

মন্তব্যসমূহ (০)


Lost Password