শেরপুরে ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া দিয়ে ছিনিয়ে নিলো ৩৫ লাখ টাকা

শেরপুরে ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া দিয়ে ছিনিয়ে নিলো ৩৫ লাখ টাকা

শেরপুরে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল থামিয়ে এক ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া দিয়ে ৩৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।রোববার দুপুরে শহরের মধ্যশেরী এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ী নূর হোসেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে। তিনি শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের অংশীদার।

ভুক্তভোগী নূর হোসেন বলেন, আজ আমাদের ইজারার কিস্তির তারিখ। এজন্য ভাতিজা লিটন রানাসহ কিস্তির ৩৫ লাখ টাকা নিয়ে সেতুর টোলঘর থেকে মোটরসাইকেলে শেরপুরের ন্যাশনাল ব্যাংকে রওনা দেই। শেরপুর শহরের মধ্যশেরী এলাকায় পৌঁছালে আমাদের মোটরসাইকেল থামিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় পাঁচ ব্যক্তি।

তিনি আরো বলেন, তারা মোটরসাইকেলে আমার ভাতিজা লিটনকে হাতকড়া পরিয়ে ফেলে। এতে বাধা দিতে গেলে তারা আমার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৩৫ লাখ টাকার ব্যাগ নিয়ে দুটি মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে এডিশনাল এসপি (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password