রাতের আঁধারে গ্যাস ট্যাবলেট দিয়ে পুকুর ভরা মাছ নিধন করেছে দুর্বৃত্তরা

রাতের আঁধারে গ্যাস ট্যাবলেট দিয়ে পুকুর ভরা মাছ নিধন করেছে দুর্বৃত্তরা
MostPlay

পাবনার সুজানগরে রাতের আঁধারে গ্যাস ট্যাবলেট দিয়ে পুকুর ভরা পোনা মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী মাছ চাষি সাহেবুল হাসান।মঙ্গলবার রাতে সুজানগর পৌরসভার ভবানীপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।সাহেবুল হাসান জানান, তিনি পুকুরের মালিক নন। কয়েক বছর ধরে সাত বিঘা আয়তনের ওই পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছিলেন।

বুধবার সকালে তিনি পুকুরে গিয়ে বিপুল পরিমাণ পোনা ভাসতে দেখে বুঝতে পারেন রাতে কেউ পুকুরে গ্যাস ট্যাবলেট ছেড়ে দিয়েছে।কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এসব পোনা বিক্রি করে পুকুর মালিককে লিজমানি দেয়ার পাশাপাশি কিছু লাভ পেতাম। আমার সব শেষ হয়ে গেছে। এখন এ ক্ষতি কীভাবে পোষাব বুঝতে পারছি না।সুজানগর থানার ওসি বদরুদ্দোজা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মাছগুলো জাল দিয়ে তুলে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্ত মাছ চাষি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে জড়িতদের খুঁজে বের করা হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password