আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ-৩

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ-৩

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ হয়েছেন ৩ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশ বলছে, ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৫ জুলাই) বিকেলে আশুলিয়ার নরসিংহপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার আলাউদ্দিন মোল্লার টিনশেড বাড়িতে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ।

দগ্ধরা হলেন, পোশাক শ্রমিক সজিব (২৫) ও তার স্ত্রী শরিফা (২১)। এছাড়া আলাউদ্দীনের পূত্রবধু সাদিয়া (২২)।

স্থানাীয়রা জানায়, বিকেলে কারখানা থেকে বাসায় আসেন সজিব ও শরিফা দম্পতি। তারা দরজা খুলতেই বিকট আওয়াজে বিষ্ফোরণ হয়। এসময় পুরো ঘরে আগুন ধরে গেলে সজিব শরিফা ও বাড়িওয়ালার পূত্রবধু সাদিয়া অগ্নিদগ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password