সাভারের নিখোঁজের ৩ দিন পর মিললো শিশুর লাশ

সাভারের নিখোঁজের ৩ দিন পর মিললো শিশুর লাশ

নিখোঁজের তিন দিন পর সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের একটি বিল থেকে সুলতানা (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জুলাই) ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের তরফ রাজাঘাট এলাকার একটি বিল থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির আপন খালু নাজমুল মিয়াকে শনিবার (১০ জুলাই) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

জানা গেছে, নিহত সুলতানা রংপুর জেলার মিঠাপুকুর থানার হুলাশুগ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে। সে বাবা মার সাথে রাজাঘাট এলাকায় ভাড়া বাড়িতে থাকতো।

​পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার নিজ বাড়ি থেকে রাজিয়া সুলতানা নামের আট বছরের শিশু নিখোঁজ হয়। পরে শিশুটির পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়রি করলে পুলিশ শিশুটির আপন খালু নাজমুল মিয়াকে শনিবার (১০ জুলাই) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদে নাজমুল মিয়া কোনো ভাবেই শিশুকে হত্যার কথা পুলিশের কাছে শিকার করেননি।

সোমবার (১২ জুলাই) ভোর রাতে শিশুটিকে হত্যার কথা শিকার করে নাজমুল। পরে তাকে সাথে নিয়ে তরফ রাজাঘাট এলাকার একটি বিলের কচুরী পানার নিচ থেকে শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নাজমুল পূর্ব শত্রুতার জেরে সুলতানাকে পানিতে চুবিয়ে হত্যা করেছে বলে স্বীকার করেছে। শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কি না সে বিষয়টি তদন্ত করছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির আইসি জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password