নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে এস, আই প্রত্যাহার

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে এস, আই প্রত্যাহার

রোববার বিকেল ৪টার দিকে যানবাহনে চাঁদাবাজি নিয়ে স্থানীয়দের সঙ্গে এসআই তৌহিদুল ইসলামের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে চ্যালেঞ্জ করে জানতে চায় সে প্রকৃত পুলিশ কিনা। এরপর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে একটি দোকানের মধ্যে আটক করে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাঁদাবাজির অভিযোগ ওঠায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত এসআই তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করে। তবে অভিযুক্ত এসআই তৌহিদুল ইসলাম এ অভিযোগ অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। তবে, আমাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কঠোর লকডাউনের গত ৫-৬ দিন ধরে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বেগমগঞ্জের জমিদার হাট বাজারের প্রধান সড়কে নেমপ্লেট ছাড়া পুলিশ পোশাকে সড়কে চলাচল কারি বিভিন্ন যানবাহন থেকে 'চাঁদা' আদায় করে আসছিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password