মুজিববর্ষে ৮০ শিক্ষার্থী পেল শিক্ষা সামগ্রী

মুজিববর্ষে ৮০ শিক্ষার্থী পেল শিক্ষা সামগ্রী
MostPlay

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে ৮০ শিক্ষার্থীর হাতে এক বছরের শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়েছে।

বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু চত্বরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা তাদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

প্রত্যেক শিক্ষার্থীকে একটি হোয়াইট বোর্ড, রং পেন্সিল, কাঠ পেন্সিল, স্কেল, রাবার, শার্পনার, মার্কার, ডাস্টারসহ তুলে দেয়া হয়। এ সময় শিক্ষা সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।

সেখানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শুভ জানায়, প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীর অভাবে সঙ্কটে ছিলেন। শাবিপ্রবির বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সবসময় তাদের থাকবে বলে তার প্রত্যাশা।

অন্যদিকে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার মিম জানায়, মুজিববর্ষ উপলক্ষে আমাদের শিক্ষা সামগ্রী দেয়া হয়েছে। আমরা এ স্মৃতি সব সময় মনে রাখবো।

সংগঠনের সাধারণ সম্পাদক রাসেন্দ্র চন্দ্র দাস বিডিটাইপকে বলেন, ‘জাতির পিতাকে স্মরণীয় করে রাখতে ও শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে আমরা ৮০ জন শিক্ষার্থীর হাতে এক বছরের শিক্ষা সামগ্রী তুলে দিয়েছি। আমরা সবসময় তাদের পাশে থাকবো। তাদের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

এসময় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা শাবিপ্রবি শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, ড. খন্দকার মো. মমিনুল হক, সভাপতি মো. জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুর রহমান ভূঁইয়া মিঠু, সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রাসেন্দ্র চন্দ্র দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজন চন্দ্র বর্ধন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password