হোয়ানক কেরুনতলীতে ৪ শতাধিক পরিবার পানিবন্দী

হোয়ানক কেরুনতলীতে ৪ শতাধিক পরিবার পানিবন্দী

মহেশখালী  উপজেলার হোয়ানক ইউনিয়নের  কেরুনতলী এলাকায় ৪শতাধিক' পরিবার পানিবন্দী, ক্ষয়ক্ষতি পরিমান প্রায় দেড় কোটি টাকার মত।

এ পরিস্থিতিতে ২৭ জুলাই বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ মাহফুজুর রহমান, হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাগণ।

টানা ৬ দিন ধরে প্রবল বৃষ্টি বর্ষনের ফলে ২৬ই জুলাই সন্ধ্যা ৬টার সময় কেরুনতলী বাজারের প্রধান সড়কের পূর্বপার্শ্বে ৭নং ওয়ার্ডের কদমতলী এলাকায় চরার বাধঁ ভেঙ্গে প্রায় দু'শ একর ফসলী জমি, কয়েকটি মাছ চাষের প্রজেক্ট, দু'শতাধিক বাড়ি, ১'শ খানেক দোকান, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টান, পানের বরজ ক্ষয়ক্ষতি হয়েছে।

তাতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দেড় কোটি টাকার মত হবে জানিয়েছেন এলাকাবাসিঁ। দ্রুত গতিতে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন  মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাগন। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রয়েছেন হোয়ানক ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাগির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রুপন কান্তি দে সহ অসংখ্য মানুষের ক্ষয়ক্ষতি হয়েছেন। অসংখ্য মানুষ যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সার্বক্ষণিক পাশে থেকে সহযোগীতা করে যাচ্ছেন হোয়ানক ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাগির হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিপিন চন্দ্র দে বিশিষ্ট ব্যবসায়ী রুপন কান্তি দে সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কদমতলী এলাকায় যেখান থেকে বাধঁ ভেঙ্গে ধংব্সলীলা হয়েছে সেই বাধঁটি সম্পূর্ণ নির্মানের কার্যক্রম  চালিয়ে যাচ্ছেন হোয়ানক ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাগির হোসেন। তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password