ঝালকাঠিতে ডাক্তার না হয়েও চিকিৎসা দেয়ার অপরাধে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে ডাক্তার না হয়েও চিকিৎসা দেয়ার অপরাধে  ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠির রাজাপুরে ডাক্তার না হয়েও চিকিৎসা দেয়ার অপরাধে দুই ব্যক্তিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার পুটিয়াখালী মিরেরহাট বাজার সংলগ্ন আদাখোলা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন তাদের আটক করেন। 

পরে বিকালে নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে বসে এ দণ্ড দিয়ে তাদের ক্লিনিকটি বন্ধ করার নির্দেশনা দেন। সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আবুল খায়ের মাহমুদ সঙ্গে ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকার আব্দুল আজিজের পুত্র ক্লিনিকের পরিচালক মো. নাঈম খান (২৩) ও তার সহযোগী পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নাজিরপুর থানার পাকুড়িয়া এলাকার সুকুমার মণ্ডলের ছেলে সুশান্ত মণ্ডল (২৫)। উল্লেখ্য, একই অপরাধে তাদের দুইজনকে ২০২০ সালের ১৫ জুলাই ইউএনও মো. সোহাগ হাওলাদার ৫৫ হাজার টাকার জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password