যেভাবে তৈরি করবেন লাউয়ের হালুয়া

যেভাবে তৈরি করবেন লাউয়ের হালুয়া

লাউয়ের অসাধারণ স্বাধের হালুয়া বানালে গাজরের হালুয়া ভুলে যাবেন | লাউ দিয়ে হালুয়া! অনেকেই হয়তো নতুন শুনছেন আবার অনেকেই হয়তোবা চিনেন! লাউ দিয়ে পায়েস হয় হালুয়া ও হয়! লাউ হতে পারে একটি আদর্শ সবজি। আর বাঙালি বাড়িতে লাউ থাকবে না তাতো আর হয় না। এই গরমে প্রতিদিনই লাউ-ডাল রান্না হয়েই থাকে। তবে একঘেয়েমি কাটাতে লাউ দিয়ে বানাতে পারেন হালুয়া।

--যেভাবে তৈরি করবেন-- প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মিহি করে গ্রেট করে নিন। কোরানো লাউকুচি কড়াইতে দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখুন পাঁচ মিনিট। লাউয়ের পানি বেরিয়ে গেলে শুকনো লাউয়ের মধ্যে চিনি আর খোয়া ক্ষীর ঢেলে দিন। একটু শুকনো হয়ে এলে ঘি দিন। নামানোর আগে পুরো মিশ্রণের ওপরে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিন। কাজু-কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন লাউয়ের হালুয়া।

মন্তব্যসমূহ (০)


Lost Password