কালারমারছড়ার দক্ষিণ ঝাপুয়ায় গাইডওয়াল ভেঙ্গে সড়ক বিলীন

কালারমারছড়ার দক্ষিণ ঝাপুয়ায় গাইডওয়াল ভেঙ্গে সড়ক বিলীন

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের আওতাধীন দক্ষিণ ঝাপুয়া গ্রামের, পূর্ব বালাঘুনিয়া পাড়ার হাজারো মানুষের চলাচলের একমাত্র রাস্তাটির গাইডওয়াল ভেঙ্গে ছড়ার সাথে তলিয়ে যাচ্ছে। সাথে তলিয়ে যাচ্ছে সড়কটি ও।

এতে অনিরাপদ চলাফেরার আশঙ্কায় দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। প্রায় ২০ ফিট গাইডওয়াল সম্পূর্ণরূপে ছড়ার সাথে তলিয়ে গেছে। এবং এর সাথে লাগোয়া আরো ১২ ফিট অনেকটাই হেলে পড়েছে ছড়ার দিকে। এভাবে পুরো গাইডওয়ালটাই ভেঙ্গে পড়ছে ক্রমান্বয়ে। সাথে তলিয়ে যাচ্ছে রাস্তাটিও। ফাটল ধরেছে ছড়ার উপরে নির্মিত একটি ব্রিজেও।

এতে করে চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছে শত শত স্কুল মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী সহ শত শত পরিবারের হাজারো মানুষ। ভোগছে সড়কপথ বিচ্ছিন্নতার কারণে চলাফেরা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায়। 

রাস্তা রক্ষার্থে গাইড ওয়াল সংস্কারে অবহেলার কারণে স্থানীয় জনপ্রতিনিধিদের দুষছেন এলাকাবাসী। গোটা গাইডওয়াল রাস্তা সহ তলিয়ে সবকিছু ছড়ায় পরিণত হওয়ার আগে তা সংস্কারের দাবী জানিয়েছে এলাকাবাসী। এসবের কারণ হিসেবে টানাবৃষ্টির পাশাপাশি বালু খেখোদেরও দুষছেন স্থানীয়রা। তারা বলছেন,

কিছুটা দূরে এই ছড়ার উত্তর ঝাপুয়ায় প্রবাহিত অংশ হতে ড্রেজার দিয়ে বাণিজ্যিকভাবে প্রতিনিয়ত উত্তোলিত হচ্ছে বালু। এতে করে অধিকাংশ বালু উত্তোলিত হয়ে যাওয়ার কারণে বৃষ্টির পানির সাথে ভেঙে পড়ছে গোটা ছড়ার আশপাশের মাটি, ধসে পড়ছে পাহাড়, তলিয়ে যাচ্ছে ছড়ার গাইডওয়াল এবং রাস্তা। তলিয়ে যাচ্ছে অনেকের ভিটেমাটিও। এরপরও বালুখেখোদের বিরুদ্ধে প্রশাসনের অবহেলার কারণে অসন্তোষ ভুক্তভোগী জনসাধারণ। উক্ত পরিবেশ বিধ্বংশীদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা গ্রহণপূর্বক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবী জানিয়েছেন এলাকাবাসী। 

মন্তব্যসমূহ (০)


Lost Password