ইমরান খান এড়িয়ে গেলন ২৫ মার্চ-এর কথা

ইমরান খান এড়িয়ে গেলন ২৫ মার্চ-এর কথা

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল ২৫ মার্চ বাংলাদেশ যখন ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীর নৃশংস গণহত্যা শুরুর কালরাত পালন করছে তখন ইমরানের সেই বার্তা প্রকাশ করা হয় পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে। 

ইমরানের সেই বার্তা পাঠানোর তারিখ উল্লেখ করা হয়েছে ২৬ মার্চ। দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সুখ-শান্তি অগ্রগতি কামনা, সফরের নিমন্ত্রণ সবই আছে সেই চিঠিতে। কিন্তু নেই ১৯৭১ সালের গণহত্যার জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া বা অনুতাপের ইঙ্গিত

ইমরান খান লিখেছেন, ‘প্রয়াত প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের স্মরণে আয়োজিত শতবর্ষের অনুষ্ঠান গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিচ্ছবি, যার ফলে তিনি বাংলাদেশের জনগণের কাছে সম্মানজনক স্থানে রয়েছেন। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে তাঁর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে, যা এই অঞ্চলে এবং এর  আশপাশের  অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা এবং টেকসই সমৃদ্ধি উন্নয়নের লক্ষ্যে অংশীদারিমূলক ইতিহাস, অভিন্ন ধর্ম এবং একই স্বার্থের ওপর ভিত্তি করে রচিত।’

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারের আগ্রহ প্রকাশ করে ইমরান খান লিখেছেন, ‘শতবর্ষ (মুজিববর্ষ) এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে আমাদের দুই দেশের মধ্যে পুনর্মিলন এবং বন্ধুত্বের দূরদর্শী দৃষ্টিভঙ্গি স্মরণ করিয়ে দিচ্ছে, যেখানে পাকিস্তান, বাংলাদেশের নেতাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল।

ইমরান বলেন, ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশের সাথে আমরা আমাদের বিদ্যমান সম্পর্ককে  আরও শক্তিশালী  এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নতুন করে গড়ে তুলতে চাই, কারণ আমরা বিশ্বাস করি যে, আমাদের দুই দেশের মানুষের  ভাগ্য একই সাথে জড়িত। এই উপলক্ষকে কেন্দ্র করে , আসুন আমরা আমাদের জনগণের উন্নত ভবিষ্যতের জন্য  আমাদের দুই দেশের মধ্যেকার  সম্পর্ককে  আরও গভীর করার প্রতি  প্রতিজ্ঞাবদ্ধ  হই। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমাদের গভীরতর সম্পর্ককে এগিয়ে নিতে,আমি আপনাদের  মহামহিমকে যত দ্রুত সম্ভব  পাকিস্তান সফরের জন্য আন্তরিকভাবে  আমন্ত্রণ জানাচ্ছি । আমি বিশ্বাস করি, এরফলে আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মাঝে এক নতুন অধ্যায়য়ের  সূচনা  হবে। আমি আপনাদের মহামহিমকে শুভেচ্ছা জানিয়ে, তার  দীর্ঘায়ু , স্বাস্থ্য, নিরন্তর সুখ-শান্তি, ও অগ্রগতি  একই সাথে  ভ্রাতৃত্বপূর্ণ  বাংলাদেশীদের সমৃদ্ধি কামনা করছি ।  অনুগ্রহ করে, মহামহিম, আমার প্রস্তাবনাটি  সর্বোচ্চ বিবেচনায় দেখবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password