সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে দিনে এক লাখ মানুষ করোনা আক্রান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে দিনে এক লাখ মানুষ করোনা আক্রান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে প্রতিদিন আক্রান্ত হবেন এক লাখ মানুষ। বাড়বে প্রাণহানি। এমন শঙ্কার কথা জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২২ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।চীন থেকে আসা ১০ প্রতিনিধিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী।তিনি আরও বলেন, মহামারি মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করছে। তবে উন্নতি করার আরও জায়গা রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ‘করোনায় আক্রান্তের হার এভাবে বাড়তে থাকলে আরও দুই হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের কাজও বর্তমানে চলমান রয়েছে। করোনা পরিস্থিতি আগামীতে যেরকম হবে সরকার সেভাবেই বুঝেশুনে পদক্ষেপ নেবে।’

চীনে করোনার টিকা তৈরি হলে, সেটি যেন বাংলাদেশ আগে পায় সেজন্যও অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্তব্যসমূহ (০)


Lost Password